করোনা মোকাবেলায় বিএনপির ত্রান বিতরন

মো: রাজু ইসলাম(বোদা প্রতিনিধি) পঞ্চগড় জেলা, বোদা থানার, পাচপীর ইউনিয়নের সাবেক চেয়ারমেন ও বিএনপির ইউনিয়ন সভাপতি জনাব কাবুল প্রধান এবং বিএনপির আরো নেতা কর্মী সহ, করোনা মোকাবেলায় পাচপীর বৈরাতী উচ্চ বিদ্দালয় মাঠে, গরিব ও অসহায় মানুষের মাঝে চাল, আলু, সাবান বিতরন করেন । এ সময় সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দারিয়ে থাকতে দেখা জায়।