মো:রাজু ইসলাম (বোদা প্রতিনিধি)

ছবিটি তোলা হয়েছে পঞ্চগড় জেলা, বোদা থানা, পাচপীর ইউনিয়নের বাজার থেকে । করোনার থাবায় সারা বিশ্ব ও দেশ জুরে শুরু হয়েছে মরন খেলা । যার ফলে সারা দেশ জুরে সাধারন মানুষের ওপর দেখা দিচ্ছে অভাব অনাটন । করোনা মোকাবেলায় সরকার নানা মুখি পদক্ষেপ নিচ্ছে । কিন্ত সাধারন মানুষের মদ্ধে নেই সচেতনতা । অপ্রয়োজনে হাট বাজারে দেখা মিলছে প্রচুর মানুষের । অনেকেই মাক্স ছারা জনোমানব এলাকায় করছে চলাফেরা, নেই সামাজিক দূরত্ব ।