পাঁচপীর বাজারে প্রতিষেধক ছিটালো তরুণ যুব সমাজ

মোঃ রাজু ইসলাম (বোদা উপজেলা প্রতিনিধি) পঞ্চগড় জেলার, বোদা থানার, পাচপীর ইউনিয়নের তরুন যুবো সমাজ এর উদ্দেগে, করোনা ভাইরাস নিধনের জন্য পাঁচপীর বাজারে প্রতিষেধক ছিটিয়েছে । তাদের মন্তব্য সাধারণ মানুষের এমন অবস্থায় কিছুটা উপকারে এগিয়ে আসতে পেরে নিজেদের ধন্য মনে করতেছে। এ সময় তারা আরও বলে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে চলতে হবে এবং করোনা ভাইরাস মোকাবেলা করতে সকলকে নিজ নিজ সুরক্ষা রেখে এই দুর্যোগের মোকাবেলা করতে হবে। এ সময় পাঁচপীর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ নয়া মিয়া উপস্থিত ছিলেন। তরুণ সমাজের এমন কাজের জন্য তিনি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।