মোঃ রাজু ইসলাম (বোদা উপজেলা প্রতিনিধি)


পঞ্চগড় জেলার, বোদা থানার, পাচপীর ইউনিয়নের তরুন যুবো সমাজ এর উদ্দেগে, করোনা ভাইরাস নিধনের জন্য পাঁচপীর বাজারে প্রতিষেধক ছিটিয়েছে । তাদের মন্তব্য সাধারণ মানুষের এমন অবস্থায় কিছুটা উপকারে এগিয়ে আসতে পেরে নিজেদের ধন্য মনে করতেছে। এ সময় তারা আরও বলে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে চলতে হবে এবং করোনা ভাইরাস মোকাবেলা করতে সকলকে নিজ নিজ সুরক্ষা রেখে এই দুর্যোগের মোকাবেলা করতে হবে। এ সময় পাঁচপীর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ নয়া মিয়া উপস্থিত ছিলেন। তরুণ সমাজের এমন কাজের জন্য তিনি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।